সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে মোহনা টেলিভিশনের জন্মদিন উপলক্ষে কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
রবিবার সকালে মোহনা টেলিভিশন দর্শক ফোরাম সুনামগঞ্জের উদ্যোগে শহরের
উকিলপাড়ায় প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে কর্মসূচি শুরু করা হয়। পরে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস। দীপ্ত টিভি প্রতিনিধি সেলিম আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আব্দুল লতিফ জেপি, জেলা পরিষদ সদস্য ফৌজিআরা শাম্মী, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলু, জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমেদ ও চরনারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার।
হবিগঞ্জ প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জে মোহনা টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ। প্রেকক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে ও মোহনা টিভির জেলা প্রতিনিধি ছানু মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, শেখ হাসিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক্ষ ডা সৈয়দ মুজিবুর রহমান পলাশ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ ও হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, টিভি জার্নালিস্ট এসােসিয়েশনের সভাপতি প্রদীপ দাশ সাগর, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, হবিগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল চৌধুরী, দৈনিক লোকালয় বার্তার সম্পাদক এমদাদুল হক সোহেল ও এশিয়ান টেলিভিশন প্রতিনিধি এস এম সুরুজ আলী।
আলোচনা সভা শেষে কেক কাটা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
Leave a Reply