সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরের গ্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণের এক দফা দাবিতে শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি জেলা শাখা শহরের হাছননগরে শিক্ষক সমিতি মিলনায়নে এ সংবাদ সম্মেলন করে।
এতে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা আহ্বায়ক হারুন রশিদ, যুগ্ম আহবায়ক গোলাম সারোয়ার লিটন, দোলন তরফদার, সদর উপজেলা সভাপতি সুপ্রিয় রায় ও সদর সদস্য বিপ্লব দাস।
সংবাদ সম্মেলনে হারুন রশিদ লিখিত বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ১৯৭৩ সালে একটি ঘোষণার মাধ্যমে দেশের ৩৬ হাজার ১৬৫টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের মাধ্যমে সরকারি কর্মচারীর পদমর্যাদা ও আত্মমর্যাদা দিয়েছিলেন।
তিনি আশা প্রকাশ করেন, এবার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষককের জীবনমান ও আত্মমর্যাদা বৃদ্ধিকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরের ধাপে প্রশিক্ষণপ্রাপ্ত সকল সহকারী শিক্ষককে ২২ ডিসেম্বরের মধ্যে সমপরিমাণ বেতন স্কেল প্রদান করে বেতন বৈষম্য দূর করবেন।
হবিগঞ্জ প্রতিনিধি : প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরের গ্রেডে সহকারী শিক্ষকদের বেতল-স্কেল নির্ধারণের দাবিতে হবিগঞ্জে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি জেলা শাখা শুক্রবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এতে সংগঠনের সাধারণ সম্পাদক নিয়াজ মোছাব্বির জানান, ২২ ডিসেম্বরের মধ্যে তাদের দাবি পূরণ না হলে ২৩ ডিসেম্বর থেকে ঢাকায় কেন্দ্রীয় শহীদমিনারে আমরণ অনশন কর্মসূচি শুরু করা হবে।
Leave a Reply