সুনামগঞ্জ প্রতিনিধি : ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের উকিলপাড়ায় প্রেসক্লাব মিনলায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা বিএনপির সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। এছাড়াও বক্তব্য রাখেন, সহ সভাপতি আব্দুল লতিফ জেপি, অ্যাডভোকেট মঈন উদ্দিন সোহেল, অ্যাডভোকেট আব্দুল হক, অ্যাডভোকেট শেরেনূর আলী ও যুগ্ম সম্পাদক নূর হোসেন।
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা বিএনপি ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে একটি মিছিল বের করা হয়। পরে শায়েস্তানগর পয়েন্টে আয়োজন করা হয় আলোচনা সভার। গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ। অন্যদের মাঝে বক্তৃতা করেন, মিজানুর রহমান মিজান ও যুবদল সভাপতি মিয়া মোহাম্মদ ইলিয়াছ।
Leave a Reply