সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবি সুনামগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হযেছে।
শুক্রবার সকাল ১১টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) জাতীয় সংগীত গেয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় উপদেষ্টা কমরেড মঞ্জুরুল আহসান খান। উদ্বোধনী পর্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য শাহরয়িার মো ফিরোজ, জেলা সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক রহমান মিজান ও যুগ্ম সম্পাদক এনাম আহমদ। গণসংগীত পরিবেশন করে জেলা উদীচী শিল্পী গোষ্ঠী।
এরপর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি জেলা শাখার দশম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মঞ্জুরুল আহসান খান।
পৌর জনমিলন কেন্দ্রে দলের জেলা সভাপতি খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলিশেষ ঘোষ বলুর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উদ্বোধনী বক্তৃতায় প্রধান অতিথি মঞ্জুরুল আহসান খান বলেন, নীতিহীন রাজনীতির সুযোগে অন্ধকারের অপশক্তি মাথাচারা দিয়ে উঠেছে। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
পরে দলীয় পতাকা হাতে নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার পৌর জনমিলন কেন্দ্রে ফিরে আসে।
Leave a Reply