সুনামগঞ্জ প্রতিনিধি : ‘বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’ এ প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে শহীদ আবুল হোসেন মিলনায়তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক আব্দুল আহাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা ও অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী।
বক্তারা বলেন, শিশুদেরকে তথ্য প্রযুক্তি সাথে সম্পৃক্ত করতে হবে।
মৌলভীবাজার প্রতিনিধি : ‘বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’ এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।
এউপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসন ও জেলা উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সারওয়ারুল আলম, পৌর মেয়র ফজলুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রশীদ। স্বাগত বক্তব্য রাখেন, জেলা উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক আমিরুল কবির।
Leave a Reply