সুনামগঞ্জ প্রতিনিধি : ‘জেগেছে যুব গড়বে দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ স্লোগান নিয়ে সুনামগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবুল হোসেন মিলনায়তনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকতুল্লাহ খান ও পৌরমেয়র নাদের বখত।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, যুবকরাই হচ্ছে জাতির প্রাণ শক্তি। তাই যুবকল্যাণে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
মৌলভীবাজার প্রতিনিধি : ‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা এবং যুবঋণের চেক, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে মৌলভীবাজারে জাতীয় যুব দিবস-২০১৮ উদযাপিত হয়েছে।
মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদফতরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে সার্কিট হাউসের মুন হলে জেলা প্রশাসক তোফায়েল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মাদ শাহজালাল ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামাল হোসেন।
Leave a Reply