সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নে জেলা যুবলীগের নেতাকর্মী ও দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নে লৌলারচর স্পোর্টিং ক্লাবের সদস্যরা দুই কৃষকের ১২০ শতক জমির ধান কেটে দিয়েছেন।
বুধবার লক্ষণশ্রী ইউনিয়নের হাওরে জলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, কেন্দ্রীয় যুবলীগের সাবেক গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু ও জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ পরিচালক ডা মোজাম্মেল হকের নেতৃত্বে যুবলীগ নেতাকর্মীরা কৃষকদের সাথে ধান কাটেন।
অন্যদিকে চরনারচর ইউনিয়নের হাওরে এক কৃষকের ধান কাটায় অংশ নেন, চরনারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার, দিরাই উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস রায়, লৌলারচর স্পোর্টিং ক্লাবের সদস্য সজীব ভৌমিক, সুব্রত হাজরা, শেখ রণি ও প্রধান শিক্ষক প্রবীন্দ্র ভূঁইয়া, শিক্ষক গণেন্দ্র দাস ও পিটু হালদার।
Leave a Reply