সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে মাসব্যাপী প্রত্নতাত্ত্বিক স্থাপনা জরিপ কাজ শুরু হয়েছে।
শনিবার বিকেলে প্রত্নতত্ত্ব অধিদফতরের আঞ্চলিক পরিচালক সহ জরিপকারী দল জরিপকাজ শুরু করে। প্রথমদিন সুনামগঞ্জের ঐতিহ্য জাদুঘর স্থাপনার প্রাথমিক জরিপ কাজ সম্পন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রত্নতত্ত্ব অধিদফতরের আঞ্চলিক পরিচালক ড মো আতাউর রহমান, কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহারের সহকারী কাস্টোডিয়ান হাফিজুর রহমান, প্রত্নতত্ত্ব অধিদফতরের আঞ্চলিক কার্যালয়ের গবেষণা সহকারী ওমর ফারুক ও সিনিয়র ড্রাফটসম্যান সিরাজুল ইসলাম।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রত্নতত্ত্ব অধিদফতরের আঞ্চলিক পরিচালক ড মো আতাউর রহমান অভিমত রাখেন, সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরকে প্রত্নতাত্ত্বিক জাদুঘরে রূপান্তর করা যেতে পারে।
Leave a Reply