সুনামগঞ্জ প্রতিনিধি : কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ আবারো বন্যা কবলিত হয়েছে।
হঠাৎ করে জেলার সব নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকাল ১১টা পর্যন্ত সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
বন্যার কারণে তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, শাল্লা ও দোয়ারাবাজার উপজেলার ৩০টি গ্রামের ৫ হাজার পরিবারের লোকজন পানিবন্দি হয়ে পড়েছেন। এসব এলাকায় রোপা আমন ধান এবং সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।
Leave a Reply