সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের হাওর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সামর্থ বৃদ্ধির জন্য সহায়তা ও হাওর প্রকল্প বাস্তবায়ন নিয়ে শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সেভ দ্যা চিলড্রেন বাংলাদেশের
যৌথ উদ্যোগে এবং ইউনাইটেড ন্যাশনসের অর্থায়নে সুনামগঞ্জ সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। সভাপতিত্ব করেন, সিএনআরএস প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ শফিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানাজান বিধুদান বিশ্বাস। আরো বক্তব্য রাখেন, জেলা জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তা মামুনুর রশিদ, ওয়ার্ল্ড ভিশনের মনির হোসেন, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, রফিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজুয়ান হোসেন খান, তাড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কদ্দুছ ও সিএনআরএস প্রকল্প কর্মকর্তা মোক্তার হোসেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক সাবিরুল ইসলাম বলেন, অপার সম্ভাবনার সুনামগঞ্জ অল্পদিনেই সমৃদ্ধ জেলায় পরিণত হবে। এই জেলার প্রাকৃতিক সম্পদগুলোকে কাজে লাগানোর পাশাপাশি বিভিন্ন এনজিও যদি অবহেলিত মানুষজনের কল্যাণে পরিকল্পনা মাফিক কাজ করে তাহলে এ অঞ্চলের মানুষ আর অবহেলিত থাকবে না।
Leave a Reply