সুনামগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জে ৭টি প্রতিষ্ঠানের নতুন আধুনিক ভবন ও শতভাগ বিদ্যুতায়ন এবং ১৩টি ইউনিয়নে তথ্য প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন কাজ উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি এসব উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।
জেলা প্রশাসকের সম্মেলনের কক্ষে ভিডিও কনফারেন্সিংয়ের আয়োজর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকতুল্লাহ খান ও পৌর মেয়র নাদের বখত।
Leave a Reply