সুনামগঞ্জ প্রতিনিধি : আগামী অর্থবছরের বাজেটে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যর জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করা ৫ দফা দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন সুনামগঞ্জ জেলা ও উপজেলা শাখার যৌথ উদ্যোগে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সদর উপজেলা সভাপতি ইছাক মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ সভাপতি মো আহমেদ আলী, জগদীশ দাস, অর্চনা রানী দে ও সাফিয়া আক্তার।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।
Leave a Reply