সুনামগঞ্জ প্রতিনিধি : সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জ পৌর এলাকার ইকবাল নগর, কালিবাড়ি, বুলচান্দ উচ্চ বিদ্যালয় এলাকা, হাজীপাড়া ও সুনামগঞ্জ সরকারি কলেজে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত প্রায় ৫ পরিবারের মাঝে জেলা প্রশাসক আব্দুল আহাদ ও পৌর মেয়র নাদের বখত ত্রাণ বিতরণ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে তারা এসব পরিবারে শুকনো খাবার চিড়া, মুড়ি ও গুড় এবং মোমবাতি, দিয়াশলাই, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওরস্যালাইন ও মোমবাতি বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব চৌধুরী, পৌর আওয়ামী লীগের দফতর সম্পাদক লিটন সরকার, পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, কাউন্সিলর আহমদ নূর ও ফয়জনু নূর এবং মানবাধিকার কর্মী এম তাজুল ইসলাম তারেক।
Leave a Reply