সুনামগঞ্জ প্রতিনিধি : জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থীরা সুনামগঞ্জে ৫টি আসনের নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করেছেন।
সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থী সাবেক হুইপ ফজলুল হক আসপিয়ার বাসভবনে এক সংবাদ সম্মেলনে ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলেন লিখিত বক্তব্যে ফজলুল হক আসপিয়া বলেন, প্রশাসনের কাছে বারবার লেভেল প্লেয়িং ফিল্ড দাবি করেও কোন সহযোগিতা পাওয়া যায়নি। প্রতিদিন গ্রেফতার, হামলা, মামলা ও পুলিশি ভয় ছড়িয়ে এবং নির্বাচনের আগের রাতে ব্যালট পেপারে সিল মেরে প্রত্যেকটি ভোটকেন্দ্রে ৩০/৪০ভাগ ভোটবাক্সে রাখা হয়। এছাড়া নির্বাচনের দিন সকাল ১০টা থেকে এজেন্টদের বের করে দেয়া হয়। ভোট গণনার সময়ও এজেন্টকে রাখা হয়নি।
সংবাদ সম্মেলনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুননির্বাচনের দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনে প্রার্থী নজির হোসেন, সুনামগঞ্জ-২ আসনে প্রার্থী নাছির চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থী মাওলানা শাহিনুর পাশা চৌধুরী ও সুনামগঞ্জ-৫ আসনে প্রার্থী মিজানুর রহমান চৌধুরী এবং জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকটে মল্লিক মঈন উদ্দিন সোহেল, আবুল কালাম ও নাদের আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ।
Leave a Reply