সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, মধ্যনগর ও ধর্মপাশা এই ৪ উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হল রুমে কর্মকর্তাদের নাম ঘোষণা করেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ।
এ উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খন্দকার মঞ্জুর আহমদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সদস্য নূরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, সীতেশ তালুকদার মঞ্জু, অ্যাডােকেট আজাদুল ইসলাম রতন ও কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার প্রমুখ।
এহসান আহমদ উজ্জ্বলকে সভাপতি ও মাজহারুল ইসলাম উকিলকে সাধারণ সম্পাদক করে সদর, খালেদ মাহমুদ তালুকদারকে সভাপতি ও সুহেল আহমদকে সাধারণ সম্পাদক করে বিশ্বম্ভরপুর, মোস্তাক আহমেদকে সভাপতি ও বিদ্যুৎ কান্তি সরকারকে সাধারণ সম্পাদক করে মধ্যনগর এবং মোজাম্মেল হোসেনকে সভাপতি ও ইকরাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ধর্মপাশা উপজেলা যুবলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply