সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা নিয়ে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সচিব দিলোয়ার বখতের সাথে জেলা প্রশাসনের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩টায় পরিকল্পনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ সময় ভারপ্রাপ্ত সচিবের পাশে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
এ দিকে জেলা প্রশাসক আব্দুল আহাদের সাথে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবীসহ জেলা পর্যায়ের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দফতর প্রধানগণ।
পরে মন্ত্রী পরিষদ সচিব এন এম জিয়াউল আলমের সাথেও উন্নয়ন মেলা নিয়ে জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্সে বিস্তারিত আলোচনা হয়।
আগামী ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সুনামগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে।
Leave a Reply