সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে তিন দিনের আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে।
এরই মধ্যে শহরতলির আব্দুজ জহুর সেতুর পাশে আয়োজিত ইজতেমা ময়দানে বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে তাবলীগ জামাতের মুরব্বি ও মুসল্লিরা সমবেত হয়েছেন। বিদেশী মেহমানরাও এসে পৌঁছেছেন।
আঞ্চলিক ইজতেমায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইজতেমা শুরুর কয়েক দিন আগে থেকেই স্থাপন করা হয়েছে পুলিশের অস্থায়ী ক্যাম্প। মোতায়েন করা হয়েছে ৫ শতাধিক পুলিশ সদস্য। এছাড়া র্যাব সদস্যরা টহল দিচ্ছে।
বৃহস্পতিবার সকাল থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শনিবার দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি হবে।
Leave a Reply