সুনামগঞ্জ প্রতিনিধি : বোধনে প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতার মহাসপ্তমীতে শুরু হয়েছে।
বেল গাছের নিচে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এ পূজার মহাসপ্তমীর দিনে শনিবার সকাল থেকে বিভিন্ন পূজামণ্ডপে পাপ মোচনের আশায় এবং মানবজাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় হাজারো ভক্ত আর পূজারী মায়ের চরণে পুষ্পার্ঘ অর্পণের জন্য উপস্থিত হন। এসময় মণ্ডপগুলো কাসা, শঙ্খ ও উলুধবনিতে মুখরিত হয়ে উঠে।
এ বছর সুনামগঞ্জের ১২টি উপজেলায় মোট ৩৫১টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক জানিয়েছেন।
এদিকে পুরো জেলায় পূজামণ্ডপগুলোতে পূজা নির্বিঘ্ন করতে এবং যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় স্বেচ্ছাসেবকের পাশাপাশি আনসার, পুলিশ ও র্যাবের সদস্যরা নিয়োজিত আছেন বলে পুলিশ সুপার মো হারুনুর রশিদ জানিয়েছেন।
Leave a Reply