সুনামগঞ্জ প্রতিনিধি : একুশে আগস্টের গ্রেনেড হামলার পলাতক আসামিদের ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবিতে সুনামগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
পলাশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মাস্টারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম শাহানা রব্বানী। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন, অ্যাডভোকেট রইছ উদ্দিন, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নান্টু রায়, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী এবং সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হায়দার চৌধুরী লিটন।
নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই এ গ্রেনেড হামলা চালোনো হয়েছিল।
Leave a Reply