সুনামগঞ্জ প্রতিনিধি : জেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের প্রথম দিন সুনামগঞ্জে চেয়ারম্যান পদে ১ জন ও সাধারণ সদস্য পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার দুপুর ১২টায় জেলা নিার্বচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলামের নিকট প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী মহিলা কর্মজীবী লীগের কেন্দ্রীয় সহ মহিলা বিষয়ক সম্পাদক লন্ডন প্রবাসী চঞ্চলা রানী দাস মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার চেয়ারম্যান পদে হেভিয়েট প্রার্থী হিসেবে আওয়ামী লীগ সমর্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন ও সাবেক সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুটের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনায়নপত্র জমা দেয়ার কথা রয়েছে।
সুনামগঞ্জে ৮৭টি ইউনিয়ন, ১১টি উপজেলা ও ৪টি পৌরসভা মিলিয়ে ভোটার ১ হাজার ২শ ৬৫ জন।
Leave a Reply