সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে কয়েক দিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসলরক্ষা বাধ ভেঙ্গে প্রায় ১০টি হাওরের ৩০ হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে।
হাওরগুলোর মধ্যে রয়েছে, দেখার হাওর, চন্দ্র সোনার থাল হাওর, গোরমার হাওর, করচার হাওর, ফাসুয়ার হাওর, আঙ্গারুলী হাওর, মাটিয়ান হাওর, শনির হাওর, ধারাম হাওর, বড়মার হাওর।
তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, জেলার ৭টি হাওরে পানি ঢুকেছে। কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, কমপক্ষে ৫ হাজার হেক্টর জমির বোরো ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে।
বোরো ফসলের উপর নির্ভরশীল সুনামগঞ্জের কৃষকরা। গত ৩ বছর ধরে ফসল ঘরে তুলতে পারছেন না জেলাবাসী। এবারো ফসল ঘরে তোলা হলোনা। তাই জনমনে দুশ্চিন্তা ভর করেছে।
Leave a Reply