সুনামগঞ্জ প্রতিনিধি : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত মেয়র মনোয়ার বখত নেক ও অইয়ুব বখত জগলুল এবং বর্তমান মেয়র নাদের বখতের পিতা হোসেন বখতের নামে গঠিত হোসেন বখত ফাউন্ডেশন ৫ শতাধিক অসহায় ও দুস্থ শিশুর মাঝে ঈদের নতুন জামা বিতরণ করেছে।
বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে পৌরসভা মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদে বিরোধীদলীয় হুইপ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। পৌর মেয়র নাদের বখতের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মো চাঁন মিয়া, অ্যাডভোকেট নজরুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র আমহদ নূর, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লিটন সরকার, মৃদুল চৌধুরী, কাউন্সিলর সামিনা চৌধুরী ও সৈয়দা জামানার বেগম এবং মেয়রের ব্যক্তিগত সহকারী নূরুল আমীন।
প্রধান অতিথি সাংসদ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, সুনামগঞ্জে আওয়ামী লীগকে সংগঠিত করতে এবং স্বাধীনতা সংগ্রামে হোসেন বখত অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
Leave a Reply