সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌরসভার জামাইপাড়া এলাকার সাকিব হোটেলে অভিযান চালিয়ে পুলিশ নগদ ৬ হাজার ৬০৬ টাকা ও ৬টি মোাবাইল ফোনসহ ৩ প্রতারককে আটক করেছে।
মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ সদর মডেল থানার এস আই প্রদীপ কুমার চক্রবর্তী ও এ এস আই মো সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সাকিব হোটেলের ১১৩ ও ১১৪ নম্বর কক্ষ থেকে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সিকন্দরনগর বালিপাড়া গ্রামের এই ৩ যুবককে আটক করে। তারা গত ১১ ফেব্রুয়ারি থেকে এই আবাসিক হোটেলে অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে প্রতারণা এবং সুযোগ বুঝে বিভিন্ন অজুহাত দেখিয়ে বাসাবাড়িতে ঢুকে চুরির অভিযোগ রয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার এস আই প্রদীপ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply