সুনামগঞ্জ প্রতিনিধি : মিয়ানমারে রোহিঙ্গাদের উপর হামলা, খুন, নির্যাতন, ধর্ষণ,ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া ও দেশ থেকে বিতারিত করার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা জেলা হেফাজতে ইসলাম ও যুব জমিয়তের যৌথ উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম জেলা শাখার সভপতি মাওলানা আব্দুল বছিরের সভাপতিত্বে ও হাফিজ তহা হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল বারি, সাধারণ সম্পাদক মাওলানা আক্কাস নোমান, জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন, দোজা জামে মসজিদের ইমাম মাওলানা আতাউর রহমান লস্কর, মাওলানা রুকন উদ্দিন, মাওলানা আব্দুর রকিব প্রমুখ।
Leave a Reply