বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জে হুসেন আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তিপ্রাপ্ত ১০৭ শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
সদর উপজেলার সুরমা ইউনিয়নের জামেয়া হাফিজিয়া খলিলিয়া দাখিল মাদরাসার এতিমখানায় ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থীর মাঝে সোমবার, ২৬ ফেব্রুয়ারি (১৩ ফাল্গুন) দুপুরে এই অর্থ ও ক্রেস্ট বিতরণ করা হয়।
হুসেন আলী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সভাপতি ইউসুফ আহমদের সঞ্চালনায় অর্থ ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শাহ মুফতি মোস্তাক আহমেদ, সিরাজুল ইসলাম সিরাজ, ডা আবুল কালাম, ডা নূরুজ্জামান সিফাত, আবুল হায়াত, ফারুক আহমেদ, সামছুল আলম রাসেল, অ্যাডভোকেট নাজিম কয়েছ, নজরুল ইসলাম, আবুল হোসেন, আব্দুল হক ও ইব্রাহিম মিয়া।
Leave a Reply