সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবন মান উন্নয়ন প্রকল্প-হিলিপের উদ্যোগে প্রত্যন্ত এলাকার বেকার যুবতিদের বিনামূল্যে ৪৫ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মোহাম্মদপুরে আহমদ ফিশারিজ ভবনের ঝুমকা ট্রেনিং সেন্টারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান করেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো আলী আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান করেন, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও হিলিপের প্রকল্প পরিচালক গোপাল চন্দ্র সরকার এবং হিলিপের উপ পরিচালক মাহমুদ আল ফারুক। সভাপতিত্ব করেন, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম।
প্রধান অতিথির বক্তব্যে মো আলী আখতার হোসেন বলেন, হাওর অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে।
উল্লেখ্য, সুনামগঞ্জে হিলিপ এ যাবৎ ৩৪টি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ৭ শতাধিক বেকার যুবক-যুবতিকে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। প্রতিটি কোর্সে ৬০ জন প্রশিক্ষণার্থীকে দু’জন প্রশিক্ষক প্রশিক্ষণ দেন।
Leave a Reply