সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অ্যাডভোকেট পলাশ রায়কে কারাগারে হত্যা, সাংবাদিক প্রবীর সিকদারের ফরিদপুরের বাসায় হামলা, সুলতানা কামাল, শাহরিয়ার কবীর ও মুনতাসীর মামুনকে হত্যার হুমকি, প্রিয়া সাহার বাড়িতে অগ্নিসংযোগ এবং সুনামগঞ্জের ডা প্রিয়াংকা তালুকদার শান্তাকে খুনের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
শনিবার দুপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখা উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সভাপতি দীপক চন্দ্র ঘোষ, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি নৃপেশ তালুকদার নানু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ সম্পাদক অ্যাডভোকেট মলয় চক্রবর্ত্তী রাজু, অভিজিৎ চৌধুরী ও কাজল কুমার দে।
বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক ও উস্কানিমূলক বক্তব্য প্রদানকারীদের গ্রেফতারের দাবি জানান।
Leave a Reply