সুনামগঞ্জ প্রতিনিধি : হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে মন্দির মেরামত বাবদ ও পুরোহিতদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে শ্রী শ্রী কালিবাড়ি নাট মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়।
এবার ১৬ জন পুরোহিতকে জনপ্রতি ৪ হাজার টাকা, পৌরসভার ৬টি মন্দিরের প্রতিটিতে ২৫ হাজার টাকা এবং সদর উপজেলার ১৫টি মন্দিরের প্রতিটিতে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তার দেওয়া হয়েছে।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি প্রকৌশলী পি কে চৌধুরীর সভাপতিত্বে ও সুনামগঞ্জ মন্দিরভিত্তিক কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক রবীন আচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হন ধর্ম মন্ত্রণালয়ের
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপসচিব বিষ্ণু কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের সভাপতি অধ্যাপক পরিমল কান্তি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, শ্রী শ্রী কালিবাড়ি নাট মন্দির পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী ও পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার লোহ।
Leave a Reply