সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের খাইয়েরগাঁও গ্রামের পাশে চলতি নদীতে অবৈধভাবে বোমা মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন কাজে বাঁধা দেয়ার এক মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা হামলার শিকার হয়েছেন।
এই হামলায় আহত হয়েছেন খাইয়েরগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা কেরামত আলীর স্ত্রী বানেছা খাতুন, ছেলে মো আক্কাছ আলী, জয়নাল আবেদীন, নাসির উদ্দিন ও মো হেকিম আলী।
সোমবার দুপুর আড়াইটায় এই হামলার ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত হাতাব আলী কাজীর ছেলে মো কাদির মিয়া, মৃত আব্দুল মনাফের ছেলে আব্দুল মোতালিব ও শুক্কুর আলী, শুক্কুর আলীর ছেলে শওকত মিয়া, কাদির মিয়ার ছেলে ইমান কাজী, দানিছ মিয়ার ছেলে সামুছ আলী ও হাতাব আলীর ছেলে দানিছ মিয়া সহ অন্যরা চলতি নদীতে অবৈধভাবে বোমা মেশিন দিয়ে বালি ও পাথর উত্তোলন করছিল। এ অবৈধ কাজে বাঁধা দেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। এতে ক্ষিপ্ত হয়ে বালি ও পাথর উত্তোলনকারীরা তাদের উপর হামলা চালায়।
Leave a Reply