সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে হাওর বাঁচাও আন্দোলনের ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার দুপুরে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক এ কে কুদরত পাশা এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো জাকির হোসেন।
সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোণা, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও কিশোরগঞ্জ জেলার প্রতিনিধি নিয়ে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওর এবং দক্ষিণ সুনামগঞ্জে খাই ও কাউয়াজুরী হাওরে এখনো কিছু ফসলরক্ষা বাঁধের কাজ শুরু না হওয়ায় এবং সময়সীমা পেরিয়ে গেলেও কাজ শেষ না করায় পিআইসি ও এসওদের উদাসিনতাকে দায়ী করেন।
তিনি অবিলম্বে সকল বাঁধের কাজ দ্রুত শেষ করার দাবি জানান।
Leave a Reply