সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের হাওর অঞ্চলে বসবাসরত দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনজীবিকা ও জীবনমান উন্নয়ন প্রচেষ্টা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে সৌহার্দ্য কর্মসূচি কেয়ার বাংলাদেশের উদ্যোগে এবং বাংলাদেশ সরকার ও ইউএসএআইডির সহযোগিতায় শহরের সার্কিট হাউসে এর আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুল আহাদ ও সৌহার্দ্য কর্মসূচি কেয়ার বাংলাদেশ হাওর অঞ্চলের সমন্বয়কারী সুব্রত কুমার সাহা। সভাপতিত্ব করেন, সৌহার্দ্য কর্মসূচি কেয়ার বাংলাদেশের চিফ অব পার্টি ওয়াল্টার মাওঁসা।
বিভাগীয় কমিশনার বলেন, হাওর অঞ্চলের দরিদ্র ও অতিদরিদ্ররা বছরের ৬ মাস কৃষি কাজ নিয়ে ব্যস্ত থাকলেও বর্ষার ৬ মাস কোন কাজ না থাকায় অনেক পরিবারের সদস্যরা অনাহা অর্ধাহারে দিনাতিপাতের কারণে কিছু সংখ্যক বিপদগামী হয়। এ থেকে উত্তরণের জন্য ঐ পরিবারগুলোর ছেলেমেয়েদের শিক্ষাঙ্গনমুখী করার পাশাপাশি তাদের জন্য বিকল্প কর্মসংস্থান হলেই কেবল জীবনজীবিকার মাননোন্নয়ন সম্ভব হবে।
Leave a Reply