সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির তদন্তের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন-দুদকের তিন সদস্যের একটি প্রতিনিধি দল বিভিন্ন হাওর পরিদর্শন করেছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তারা জেলার বিভিন্ন হাওর পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের দুদকের পরিচালক বেলাল হোসেন জানান, যারা হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে দুর্নীতির মাধ্যমে জনগণের সাথে বেঈমানি করেছেন তাদেরকে কোন ছাড় দেয়া হবে না। তারা যত ক্ষমতাশালী হোন না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঠিকাদারদের বিল প্রদান করা হবে না।
Leave a Reply