সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল রবিবার সকালে সুনামগঞ্জের দেখার হাওর পরিদর্শন করে।
প্রাথমিক ভাবে পানি পরীক্ষা করে আণবিক শক্তি কমিশনের ফিজিক্যাল সায়েন্স এটোনিমিকেল কমিশনের সদস্য ড দিলীপ কুমার সাহা জানান, প্রাথমিকভাবে সুনামগঞ্জে হাওরের পানিতে ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তার কোন প্রমাণ পওয়া যায়নি। তবে বিভিন্ন হাওর থেকে পানি এবং মরা মাছ ও হাঁসের নমুনা সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ল্যাবরেটরিতে পরীক্ষার পর এতে ইউরেনিয়াম আছে কি না নিশ্চিত করে বলা যাবে।
হাওরে মাছ মরে যাওয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ধান পঁচে যাওয়ায় এবং ধানে সার প্রয়োগ করায় রাসয়নিক প্রতিক্রিয়ার ফলে মাছ মারা যেতে পারে।
প্রতিনিধি দলে আরো আছেন বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড দেবাশীষ পাল ও রসায়ন বিভাগের প্রধান ড বিলকিস আরা বেগম।
প্রতিনিধি দলটি শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জে পৌঁছে।
Leave a Reply