র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার লে কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার সকাল পৌণে ৯টার দিকে জসিম উদ্দিন নামের এই আসামিকে গ্রেফতার করা হয়।
জসিম উদ্দিন দোয়ারাবাজার উপজেলার গোপীনগর গ্রামের রুস্তম আলীর ছেলে। সে কয়েকজন সঙ্গী নিয়ে ১১ জুন একই গ্রামের আফদাদুন নেছাকে হত্যা করে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়।
হত্যাকাণ্ডের পর থেকে এই আসামি গ্রেফতার এড়ানোর লক্ষ্যে পলাতক ছিল। তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply