সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে স্থানীয় সংবাদ মাধ্যমের ভূমিকা বিষয়ক ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় নিউট্রিশন এট দি সেন্টার প্রকল্প কেয়ার বাংলাদেশের উদ্যোগে শহরের হাজীপাড়ায় হাওর বিলাস গেস্ট হাউসের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা অংশ নেন।
কেয়ার বাংলাদেশ সুনামগঞ্জ অঞ্চলের রিজিওনাল কো-অর্ডিনেটর মো হাফিজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল ম্যানেজার ফিল্ড অপারেশন মো আল আমীন, জাতীয় পুষ্টি সমন্বয়কারী ডা শেখ সাহেদ রহমান, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক মো কামরুজ্জামান চৌধুরী সাফি, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের ডাকের নির্বাহী সম্পাদক কে জি মানব তালুকদার, মোহনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, আরটিভির স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ অপুষ্টিতে ভুগছে। তাই বিশেষ করে মা ও শিশুদের খাদ্য, স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে সুনামগঞ্জে জনসচেতনতার মাধ্যমে পরিবর্তন আনতে হবে।
Leave a Reply