বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জে প্রতারক স্বামীকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে এক স্ত্রী এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মানববন্ধন করেছেন।
শুক্রবার, ২০ অক্টোবর সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার নিয়ামতপুর বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় মানববন্ধনের আয়োজক রোখসানা বেগম চৌধুরী জানান, ২০১৬ সালে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে নজরুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয়। এরপর মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে হয় তাদের ঘনিষ্ঠতা। আস্তে আস্তে বিয়ের প্রলোভন দেখিয়ে নজরুল ইসলাম তার সঙ্গে গড়ে তুলে শারীরিক সম্পর্ক; কিন্তু বিয়ে না করে টালবাহানা করতে থাকে।
এক পর্যায়ে রোখসানা বেগম চৌধুরী ২০২০ সালের ১৫ জুলাই সুনামগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত নজরুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে সে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে আদালত থেকে জামিন নেয় এবং একলাখ টাকা দেনমোহরে রোখসানা বেগম চৌধুরীকে বিয়ে করে; কিন্তু স্ত্রীকে বাড়িতে না তুলে নানারকম নির্যাতন চালাতে থাকে। এছাড়া বিভিন্ন সময়ে চাপ দিয়ে তার নিকট থেকে বড় অংকের টাকা আদায় করে নেয়। এমনকি স্ত্রীকে তালাক দেওয়ার এবং প্রাণনাশের হুমকিও দিতে থাকে। এ ব্যাপারে রোখসানা বেগম চৌধুরী গত ৬ অক্টোবর সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি করেছেন।
Leave a Reply