সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, দারিদ্র বিমোচনের লক্ষ্যে বিদেশে লোক পাঠানোর বিষয়টি ভাল উদ্যোগ। তবে এ ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিগুলোকে সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে কেউ প্রতারিত না হয়।
শুক্রবার দুপরে গ্যাডো বাংলাদেশের উদ্যোগে ‘জব ফেয়ার’ ও ‘বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র মুক্তির অভিযাত্রা’ শীর্ষক কর্মশালার ২য় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএমইটির পরিচালক তাজুল ইসলামের সভাপতিত্বে ও গ্যাডো বাংলাদেশ সুনামগঞ্জ জেলার সমন্বয়ক মো হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিএমইটির পরিচালক (প্রশিক্ষক) খলিলুর রহমান, গ্যাডো বাংলাদেশেরর চেয়ারম্যান সৈয়দ জাহিদ হোসাইন ও ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমীন।
Leave a Reply