সুনামগঞ্জ প্রতিনিধি : এত আহ্বান, এত অনুরোধ আর এত প্রচার-প্রচারণা সত্ত্বেও সুনামগঞ্জে মানুষ নানা উছিলায় ঘর থেকে বের হয়ে আসছে। সামাজিক দূরত্ব বজায় রাখছেনা। অথচ জেলায় ইতোমধ্যে ১৩ জন ‘করোনা’য় আক্রান্ত হয়েছে।
রবিবার দুপুর ১২টায় শহরের পৌর মার্কেট এলাকায় সোনালী ব্যাংক শাখায় দেখা গেছে, বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতা তুলতে এসে অনেক নারী-পুরুষ গায়ে গায়ে লেগে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন।
সোনালী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ৩টি ওয়ার্ডের ৩৫০ জনকে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীর ভাতা দেওয়া হবে।
সদর থানা পুলিশ ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীরা মাইকিং করেও লোকজনকে সামাজিক দূরত্বে দিতে পারছিলেন না।
সুনামগঞ্জ সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক আতিকুল ইসলাম জানান, তারা ভিড় সামাল দিতে না পেরে জনপ্রশাসন, পুলিশ ও রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতা নেন।
Leave a Reply