সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে অসহায় ৪০ জন নারীকে সেলাই মেশিন, ৪০জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ১১ জন শ্রমিককে ভ্যানগাড়ি দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এগুলো বিতরণ করেন, জেলা জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমশেদ বেগম, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো আব্দুল করিম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যথীন্দ্র মোহন তালুকদার ও জেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মিলটন পুরকায়স্থ।
Leave a Reply