সুনামগঞ্জ প্রতিনিধি : ‘করোনা ভাইরাস’ প্রতিরোধ কার্যক্রমে প্রশাসনকে সহযোগিতা করতে সুনামগঞ্জে সেনা সদস্যরা টহল অব্যাহত রেখেছেন। পাশাপাশি তৎপর রয়েছেন পুলিশ সদস্যরা। এতে জনমনে কিছুটা স্বস্তি বিরাজ করছে।
এদিকে জেলা ও সকল উপজেলা সদর এবং গ্রাম্য বাজারগুলোতে ফার্মেসি ও মুদিদোকান ছাড়া অনসব দোকানপাট বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন। তবে জেলা শহরে হালকা কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে।
বুধবার সকাল থেকে পুলিশ বাহিনীর সদস্যরা শহরে রাস্তার মোড়ে মোড়ে হ্যান্ডমাইকে সবাইকে মাস্ক ব্যবহার ও জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান।
Leave a Reply