সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরতলির মল্লিকপুরে সুরমা সেতুর উপর রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়েছেন।
নিহত ফয়জুল হক (৬৫) সদর উপজেলার গৌরারং ইউনিয়নের কুতুবপুর গ্রামের উস্তার আলীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার সকাল ১০টায় সিলেট থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক বিশ্বম্ভরপুর যাবার সময় ফয়জুল হককে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এর পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে; কিন্তু বিশ্বম্ভরপুর থানা পুলিশ তেলিকোণা নামক স্থানে ট্রাকটি চালক ও সহকারী সহ আটক করে।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সদর মডেল থানার ওসি শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply