সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরতলির গৌরারং ইউনিয়নে গুচ্ছগ্রামের পাশে সুরমা নদী থেকে নির্জর বর্মণ (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সে সুনামগঞ্জ পৌরসভার ওয়েজখালী নতুন বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা নৃপেন্দ্র বর্মণের ছেলে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এলাকার লোকজন নদীতে মরদেহটি ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে সদর মডেল থানার ওসি শহীদুল্লাহ ও ওসি তদন্ত আব্দুল্লা আল মামুনের নেৃতত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর লোকজনের সহযোগিতায় তা উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
অতিরিক্ত মদ পান করে নদী পারাপারের সময় পানিতে পড়ে নির্জর বর্মণের মৃত্যু হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।
Leave a Reply