সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে সুরমা নদীর পানি আরো বেড়ে বিপদসীমার ৮১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা যায়, বুধবার সুরমার পানি ছিল বিপদসীমার ৮০ সেন্টিমিটার উপরে। এছাড়া সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী শহরের তেঘরিয়া, কাজির পয়েন্ট, নবীরনগর, বড়পাড়া, নতুনপাড়া, জলিলপুর ও কালিপুর সহ বেশ কিছু এলাকা এখনো প্লাবিত। এতে মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছে। বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস জানান, বৃষ্টি অব্যহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
Leave a Reply