সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার দারারগাঁও-হালুয়ারঘাট এলাকায় সুরমা নদীর উপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় উত্তর সুরমা উন্নয়ন পরিষদের উদ্যোগে হালুয়ারঘাট বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার কয়েকশ মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন উত্তর সুরমা উন্নয়ন পরিষদের আহবায়ক আব্দুর রব, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা সৈয়দুর রহমান, ফারুক আহমদ, অ্যাডভোকেট শামীম আহমদ, ইউপি সদস্য মুক্তিযোদ্ধা আবুল কালাম প্রমুখ।
মানববন্ধন থেকে সুরমার নদীর উত্তর পাড়ের ৩ লাখ মানুষের যাতায়াতের কথা বিবেচনা করে একটি সেতু নির্মাণের দাবি জানানো হয়।
Leave a Reply