সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমতে শুরু করেছে। তবে এখনো বিপদসীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, গত তিনদিনে আবহাওয়া ভাল থাকায় শহরের বিভিন্ন বাসাবাড়ি থেকে পানি নেমে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তেঘরিয়া, কাজির পয়েন্ট, নবীরনগর, বড়পাড়া, নতুনপাড়া, জলিলপুর ও কালিপুর এলাকা। জেলা ও উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণসামগ্রী দেয়া শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় কম বলে বন্যার্তরা জানিয়েছেন।
পানি উন্ননয় বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস জানান, এমন আবহাওয়া থাকলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে।
Leave a Reply