সুনামগঞ্জ প্রতিনিধি : প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে নিয়ে ‘সুরঞ্জিত সেনগুপ্ত স্মারকগ্রন্থ’ প্রকাশিত হয়েছে।
শুক্রবার রাতে সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে স্মারকগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন, প্রধান অতিথি সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সংস্কৃতিককর্মী, শিক্ষক, সাংবাদিক ও আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক রনেন্দ্র তালুকদার পিংকু ও শামস শামীম সম্পাদিত ও চৈতন্য প্রকাশন প্রকাশিত সুরঞ্জিত সেনগুপ্ত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রমেন্দ্র তালুকদার অণু। সাংবাদিক শামস শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। অন্যদের মধ্যে বক্তব্য দেন, লেখক সুখেন্দু সেন, অবসরপ্রাপ্ত শিক্ষক কোহিনূর বেগম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে এবং প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান।
বক্তারা বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন সংসদীয় রাজনীতির শিক্ষক। সংসদে তিনি উপস্থিত থাকলে প্রোজ্জ্বল থাকতো সংসদ। দেশের রাজনৈতিক, সাংবিধানিক ও গণতান্ত্রিক সংকটে দিশারী হয়ে তিনি জাতিকে পথ দেখিয়েছেন।
তারা বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধে তার নেতৃত্বেই টেকেরঘাট সাবসেক্টর প্রতিষ্ঠিত হয়।
Leave a Reply