সুনামগঞ্জে সিলেট উইমেন্স মডেল কলেজের এসএসসি উত্তীর্ণ কৃতী ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। ইএসডি ফাইন্ডেশনের ট্রাস্টি ও সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মাহবুবুল আলম মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কৃঞ্চনগর হোসনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, গঙ্গানগর হরিনাপাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর খান, সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, এসএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুনামগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি ইনসান মিয়া এবং অগ্রণী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা ধ্রুবরঞ্জন রায়। প্রধান বক্তা ছিলেন, সিলেট উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার। পরিচালনায় ছিলেন, বাংলা বিভাগের প্রভাষক মনসুর হাল্লাজ।
Leave a Reply