সুনামগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে সুনামগঞ্জ পৌরসভার ৪ হাজার ৬২১ জন নাগরিককে ৪৫০টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার সকালে পৌরচত্বরে এই সহায়তা প্রদান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন। সভাপতিত্ব করেন, পৌরসভার মেয়র নাদের বখত। এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর সচিব ইসহাক ভূঁইয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, প্যানেল মেয়র আহমদ নূর, কাউন্সিলর সৈয়দা জাহানারা বেগম, লিটন সরকার ও মেয়রের পিএ নূরুল আমীন।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন বলেন, ঈদে যাতে অসহায় মানুষরা কিছুটা হলেও আনন্দ উপভোগ করতে পারেন সেজন্যেই প্রধানমন্ত্রী এই সহায়তা দিয়েছেন।
Leave a Reply