সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ফলে দুর্ভোগ বেড়ে চলেছে বন্যার্তদের। এখনও ৩ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।
জেলার সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দোয়ারাবাজার, ছাতক, জামালগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই, শাল্লা ও ধর্মপাশা উপজেলা বন্যা কবলিত হয়েছে। সবখানেই পরিস্থিতি অপরিবর্তিত। এমনকি জেলা সদরের অনেক জায়গা থেকেও পানি এখন পর্যন্ত নামেনি।
সরকারি হিসেবে, বন্যায় জেলার ৫২টি ইউনিয়নে ১ লাখ ৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুনামগঞ্জ-তাহিরপুর ও সুনামগঞ্জ-ছাতক সড়কের কয়েকটি জায়গা তলিয়ে যাওয়ায় সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, জেলার বিভিন্ন উপজেলায় বন্যার্তদের মাঝে ২৪৮ মেট্রিকটন চাল, নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ও ৩ হাজার ৭৬৫ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া আরো ৫০০ মেট্রিকটন চাল, নগদ ১০ লাখ ৫০ হাজার টাকা ও ৫ হাজার ২৩৫ প্যাকেট শুকনো খাবার মজুদ আছে।
Leave a Reply