সুনামগঞ্জ প্রতিনিধি : স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মস্ত্রী আব্দুস সামাদ আজাদের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বিশেষ প্রার্থনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় জগন্নাথ জিউড় মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে মন্দির প্রাঙ্গণে এই বিশেষ প্রার্থনা ও স্মরণসভার আয়োজন করা হয়।
জগন্নাথ জিউড় মন্দির পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সহ সভাপতি শিক্ষাবিদ ধূর্জুটি কুমার বসুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক বিজয় তালুকদার বিজুর সঞ্চালনায় ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দের সার্বিক সমন্বয়ে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ পরিমল কান্তি দে, শিক্ষাবিদ যোগেশ্বর চন্দ্র দাস, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো জুনেদ আহমদ, শংকর চন্দ্র দাস ও সংস্কৃত কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ চক্রবর্তী।
বক্তারা জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদকে রাজনীতির বরপুত্র সম্প্রীতির প্রতীক বলে আখ্যায়িত করেন।
Leave a Reply